ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহঃ মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পুতিন
6:45:00 AM
0
নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার সম্প্রচারিত একটি সাক্ষাত্কারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন আমেরিকা ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে তার নিজস্ব বা ন্যাটো বাহিনী পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে কিন্তু ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে অস্ত্র সরবরাহ করেছে যেমন ড্রোন, হাউইটজার ভারী কামান, বিমান বিধ্বংসী স্টিংগার এবং অ্যান্টি-ট্যাঙ্ক জ্যাভলিন মিসাইল।
প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছিলেন যে ওয়াশিংটন ইউক্রেনকে M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, বা HIMARS সরবরাহ করবে। তবে তারা কিইভ থেকে আশ্বাস পেয়েছিলেন যে এটি রাশিয়ার লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হবে না।
পুতিন বলেছিলেন যে অস্ত্রের চালানগুলি "নতুন কিছু নয়"। তবে একইসঙ্গে সতর্ক করে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি HIMARS সরবরাহ করে যার সর্বোচ্চ পরিসীমা ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) বা তার বেশি, তাহলে তারা চুপ করে থাকবে না।
Tags