উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই ফলপ্রকাশ!

কলকাতাঃ ২০২২ এর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শুক্রবার অর্থাৎ ১০ জুন বেলা ১০ টায় প্রকাশিত হবে ফলাফল। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। তার ঠিক ৪৪ দিনের মধ্যেই ফলপ্রকাশ। এত দ্রুত খাতা দেখে ফল প্রকাশ করে দেওয়ায় ছাত্র-ছাত্রীরা কিছুটা আশঙ্কিত। সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১০ জুন সকাল ১০ টায় প্রকাশিত হবে ফল। বেলা ১১ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও জানিয়ে দেওয়া হয়েছে। http://wbresults.nic.in www.exametc.com http://abpananda.abplive.in www.results.sikksha এছাড়া, মোট ৮ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.comএ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই রেজাল্ট পাওয়া যাবে এসএমএস মারফত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad