কানাডার রিচমন্ড হিলের হিন্দু মন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে কদর্য ভাষা, তদন্তে পুলিশ

Warning: This news contains 'graphic language.' 

নিউজ ডেস্কঃ বুধবার কানাডার রিচমন্ড হিলের একটি হিন্দু মন্দিরে মহাত্মা গান্ধীর পাঁচ মিটার উঁচু একটি বিশাল মূর্তি বিকৃত করা হয় বলে জানা গেছে। পুলিশ এটাকে ঘৃণ্য অপরাধমূলক কাজ হিসাবে তদন্ত শুরু করেছে। মহাত্মা গান্ধীর এই মূর্তিটি ইয়ংগ স্ট্রিট ও গার্ডেন অ্যাভিনিউ এলাকার বিষ্ণু মন্দিরে অবস্থিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কানাডার টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল টুইট করে টরন্টোর ভারতীয় সংগঠনের পক্ষ থেকে বলা রিচমন্ড হিলের বিষ্ণু মন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননার ঘটনায় আমরা ব্যথিত। এই অপরাধমূলক, ঘৃণ্য ভাঙচুরের ঘটনা কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে।
ইয়র্ক রিজিওনাল পুলিশের মুখপাত্র কনস্ট অ্যামি বুড্রেউ বলেন, “কেউ একজন 'গ্রাফিক শব্দ' দিয়ে মূর্তিটিকে বিকৃত করেছে, যার মধ্যে রয়েছে 'ধর্ষক' ও 'খালিস্তান'। ইয়র্ক রিজিওনাল পুলিশ কোনোভাবেই ঘৃণ্য অপরাধ সহ্য করে না। তারা এটিকে 'ঘৃণামূলক পক্ষপাতিত্ব ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা' হিসেবে বিবেচনা করছে।“ তিনি আরও বলেন, 'যারা জাতি, জাতীয় বা জাতিগত উৎপত্তি, ভাষা, রঙ, ধর্ম, বয়স, লিঙ্গ, লিঙ্গ পরিচয়, লিঙ্গ অভিব্যক্তি ইত্যাদির উপর ভিত্তি করে অন্যদের অবমাননা করবে, তাদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।“ মন্দিরের চেয়ারম্যান ডঃ বুধেন্দ্র দুবে বলেন, মূর্তিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে রয়েছে। এটা একটা শান্তি পার্ক। এর আগে, কখনও কোনও ভাবে ভাঙচুর করা হয়নি বলেও জানান তিনি। 
বুধবার ভোরে এই বিকৃতির খবর পাওয়া যায়। টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল এবং অটোয়ায় ভারতীয় হাই কমিশন উভয়ই টুইটারে বিবৃতি দিয়ে এই ভাঙচুরের নিন্দা করেছেন। দুজনেই জানিয়েছেন, তারা কানাডার আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন। কনস্যুলেট জেনারেল এই ঘটনাকে 'দুঃখজনক' এবং অপরাধমূলক, ঘৃণ্য ভাঙচুর' বলে অভিহিত করেছে। হাই কমিশন বলেছে যে তারা "গভীরভাবে ব্যথিত" এবং এই অপরাধের ফলে ভারতীয় সম্প্রদায়ের মধ্যে "উদ্বেগ ও নিরাপত্তাহীনতা" বৃদ্ধি পেয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad