এ ব্যাপারে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধার কথা জানতে চান। একই সঙ্গে, তিনি স্মরণ করিয়ে দেন ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রিয় বঞ্চনার কথাও।
এরপর, তার দিনভর কর্মসূচিতে সাধারণ জনগণের সঙ্গে কথোপকথন, স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন, কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন, পঞ্চায়েত পরিদর্শন, কর্মীসভা মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করলেন তপন দাশগুপ্ত।
সারা দিন ধরে এলাকা চষে বেড়ালেন তপনবাবু। কখনো পুরানো স্মৃতিচারণ, কখনো রাজনৈতিক কথা, কখনো গ্রামবাসীদের অসুবিধার কথা জানা, কখনো সমস্যার সমাধান- এইভাবেই দিদির দূত ঘুরে বেড়ালেন, জনসংযোগ করলেন হাজার হাজার গ্রামবাসীদের সঙ্গে। এদিন তার সঙ্গে ছিলেন, পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ, সহ অন্যান্য নেতৃত্বগন।
'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির একটা বড় অংশ হল জনসংযোগ। নির্দিষ্ট পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি ঘুরে এলাকার মানুষজন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না সেটা দেখা। কারও যদি কোন প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা থাকে, তার কারণ খুজে, সমাধানের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নেওয়া।