রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে ইউটিউব দেখে জাল নোট ছাপিয়ে গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ ক্লাস এইট পাস শ্রমিক খুশি মোহাম্মদ স্বপ্ন দেখেছিল ধনী হওয়ার। কিন্তু কীভাবে অল্প সময়ে ধনী হওয়া যায় ভেবে পাচ্ছিল না। শেষে পথ দেখালো ইউটিউব এর একটি ভিডিও। ‘মার দিয়া কেল্লা’ বলে কাজে লেগে গেল সে। ছাপিয়ে ফেলল জাল ৫০০, ২০০ টাকার নোট। কিন্তু ভাগ্যে তার ধনী হওয়া আর হলো না। ধরা পড়ে গেল পুলিশের জালে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ থানার পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে জাল নোট ছাপার অভিযোগে আর্থালার একটি পেট্রোল পাম্প থেকে ৮ম পাস শ্রমিক খুশি মোহাম্মদকে গ্রেপ্তার করল। জানা গেছে, খুশি গিরধরপুর বাদলপুরে তার ভাড়া বাড়িতে এই নোট ছাপাতো। সে দিনের বেলায় শ্রমিকের কাজ করত, রাতে নোট ছাপাতো। ৫০০, ২০০ ও ১০০ টাকার ৯৪ হাজার নোট ছাপানো হয়েছিল বলে জানা গেছে। থানায় জিজ্ঞাসাবাদের সময় সে জাল নোট ছাপানোর কথা স্বীকার করে পুলিশের কাছে।
খুশি জাল নোট চালানোর জন্য যাকে এজেন্ট ঠিক করেছিল, সেই ব্যক্তি পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। পরে পুলিশ ফাঁদ পাতে। নোট চালানোর জন্য পেট্রোল পাম্পে পৌঁছতেই ধরা পড়ে যায় খুশি। তার কাছে ৯৪০০ টাকার জাল নোট পাওয়া গেছে। তার বাড়ি থেকে প্রিন্টার, কাটার, টেপ-সহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসপি সিটি সেকেন্ড জ্ঞানেন্দ্র কুমার সিং জানিয়েছেন যে খুশি মোহাম্মদ মূলত বাদাউনের বিনাখরের উনখের বাসিন্দা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad