ইটানগরের খাবারের দোকানের সাইনবোর্ড থেকে 'বিফ' শব্দ সরাতে নির্দেশ দিয়েছেন ইটানগরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ইটানগরঃ শহরের রেস্টুরেন্টগুলো থেকে 'বিফ' শব্দটি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অরুণাচল প্রদেশের ইটানগরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়েছে যে ইটানগর জেলা প্রশাসন ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাস করে তবে হোটেল ও রেস্তোঁরাগুলির সাইনবোর্ডে 'গরুর মাংস' শব্দটির এমন খোলামেলা প্রদর্শন কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করতে পারে। সব হোটেল ও রেস্টুরেন্টকে 'বিফ' বা 'গরুর মাংস' শব্দযুক্ত সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার নাহারলাগুন শহরের অতিরিক্ত সহকারী কমিশনার (ইএসি) তামো দাদা বলেন, "ভবিষ্যতে জনগণ যাতে এটা নিয়ে ধর্মীয় সমস্যা তৈরি করতে না পারে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তার কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, "কিছু মানুষের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে যে এই ধরনের সাইনবোর্ডগুলি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা অন্য শব্দ বা নাম ব্যবহার করতে পারেন যা দেখে ক্রেতারা বুঝতে পারবেন যে তারা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে গরুর মাংস পরিবেশন করে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad