দেশের সর্বকনিষ্ঠ ও প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু





  রক্তিম দাশগুপ্ত, নতুন দিল্লিঃ আজ দেশের সর্বোচ্চ পদে শপথ নিতে চলেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সর্বকনিষ্ঠ ও প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নেবেন তিনি। এছাড়া তিনি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।আজ সংসদের সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে।  কিছুক্ষণ পর ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা তাকে শপথ বাক্য পাঠ করাবেন। গত ১৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাধারণ বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করেন।

 নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর তাকে গান স্যালুট দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। অনুষ্ঠানের আগে, বিদায়ী রাষ্ট্রপতি এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা করে সংসদে আসবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রী পরিষদের সদস্য, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান, সংসদ সদস্য এবং সরকারের প্রধান বেসামরিক ও সামরিক আধিকারিকরা। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তাকে   গার্ড অব অনার প্রদান করা হবে এবং বিদায়ী রাষ্ট্রপতির প্রতি সৌজন্য প্রদর্শন করা হবে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad