হাইতির গ্যাংস্টারদের মধ্যে বন্দুক যুদ্ধঃ ভয়ে শহরে গৃহ-বন্দী হাজার হাজার মানুষ, পাচ্ছেন না খাবার, জল

পোর্ট-এইউ-প্রিন্সঃ রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে প্রতিদ্বন্দ্বী হাইতিয়ান গ্যাংগুলির মধ্যে বন্দুক যুদ্ধের ফলে হাজার হাজার লোক জল, খাদ্য বা চিকিৎসা সেবা ছাড়াই একটি ছোট উপকূলীয় শহরে আটকা পড়েছে। এক স্থানীয় যাজক এবং এক বিদেশী সহায়তা গ্রুপ এ খবর জানায়। শহরটিকে ইতিমধ্যে হাইতির অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সিটি সোলাইল শহরে শুক্রবার থেকে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন মেয়র। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, লড়াই এর কারণে তারা বন্দর-অ-প্রিন্স থেকে আকাশপথে ও জাহাজে করে খাদ্য দেওয়া ও শ্রমিকদের দেশের অন্যান্য স্থানে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাসিন্দারা ব্রুকলিনের কোট সোলেইল এলাকা ছেড়ে যেতে পারছেন না বলে জানিয়েছেন যাজক জঁ এনক জোসেফ। শহরটির জনসংখ্যা ২,৫০,০০০ জন। ডক্টরস উইদাউট বর্ডারস এক বিবৃতিতে জানিয়েছে, আশেপাশের দিকে যাওয়ার রাস্তাটি পচা মৃতদেহে ভরে গেছে। গত বছর প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যার পর থেকে গ্যাং সংঘর্ষ বেড়েছে। মে মাসে এইরকম এক দীর্ঘস্থায়ী সংঘর্ষে প্রায় ১৫০ জন নিহত হয়েছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad