চুঁচুড়া তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান
By -
8/16/2022 12:19:00 PM
0
নিজস্ব প্রতিনিধিঃ সোমবার চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পেয়ারা বাগান সমিতির ছাতিমতলা, নীলকন্ঠ মন্দিরে শীব আরাধনা, দুই নম্বর কাপাসডাঙ্গা বটতলায় মহিলা কমিটি দ্বারা পরিচালিত শিব পূজা ও চুঁচুড়া তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে দেবী পার্ক কমিউনিটি হলে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এই সমস্ত অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। | এছাড়া উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, প্রাক্তন সি আই সি গোবিন্দ দাশগুপ্ত, সেখ বুলবুল সহ সকল নেতৃত্ব |


