দূর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে নাঃ লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী
By -
8/15/2022 09:40:00 AM
0
অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্তে যখন ইডি ও সিবিআই একের পর এক দূর্নীতির পর্দা তুলছে, ঠিক সেই মুহুর্তে আজ লালকেল্লা থেকে ৭৬ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষন দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দূর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। তিনি এদিন গান্ধী পরিবারের দিকে ইঙ্গিত করে বলেন, পরিবারতন্ত্র ভারতের রাজনীতিতে দেশের কোনো উন্নতিতে কাজে লাগে না। পরিবারতন্ত্র, সেই পরিবারের উন্নতি করে। স্বভাবতইঃ প্রধানমন্ত্রীর এই বক্তব্য, বিশেষ করে জাতির উদ্দেশ্যে ভাষণে, তার অবশ্যই একটা তাৎপর্য রয়েছে বলে মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেছেন, পরবর্তী সময়ে ইডি ও সিবিআই এর ভূমিকা কী হবে সেটাই আবভাবে বুঝিয়ে দিয়েছেন মোদি।
উল্লেখ্য, গতকাল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের এক প্রভাবশালী রাজনোইতিক নেতা অনুব্রত মন্ডলকে গ্রেপ্তারের প্রতিবাদে মোদির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। অনেকে মনে করছেন, এই কথাগুলির মাধ্যমে মোদি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক দূর্নীতি ও গান্ধী পরিবারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তার ইঙ্গিত দিয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী নেতারা মমতা ব্যানার্জীর দিল্লি আসা বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে প্রচার করছিলেন, "সেটিং হয়ে গেছে।" স্বভাবতইঃ এই সেটিং তত্ব বিরোধীদের কতটা আজে আসবে, তা নিয়েও সন্দেহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন দিল্লির এক নেতা। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রীও এই সেটিং তত্বকে তত্বকে নস্যাত করে মুখ খুলেছিলেন। তবে, এটা সত্য আজকের ভাষণে মোদির এই বক্তব্য ভারতের দূর্নীতিগ্রস্তদের কাছে একটা বার্তা। অবশ্য এটা যদি কার্যকরী হয় বা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে কার্যকরী না হয়, জানান এক প্রবীণ নেতা।

