ই ঘটনার প্রতিবাদে 'রাষ্ট্রীয় কিসান মজদুর মহাসংঘ'-এর ব্যানারে কাপ্পাসাভাতা, সারিভাটা ও লাকতিপোখোনা গ্রামের আদিবাসীরা স্থানীয় জেলাশাসকের অফিসের কাছে বিক্ষোভ দেখান। আন্দোলনরত কোন্ড আদিবাসী চাষিরা নবরংপুরের অতিরিক্ত জেলাশাসক ভাস্কর রায়তার সঙ্গে দেখা করে তাকে সমস্ত বিষয়টি জানান।
তাদের অভিযোগের উত্তরে অতিরিক্ত জেলাশাসক জানান, "জেলা প্রশাসন এই বিরোধের স্থায়ী সমাধানের চেষ্টা করছে। ফসলের ক্ষতি, কুঁড়েঘরে আগুন লাগানো এবং তিনটি গ্রামের কোন্ধ চাষীদের উপর হামলা চালানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“
উত্তেজিত আদিবাসীরা উমরকোট থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগে আদিবাসীরা আরও দাবি করেছেন যে বন সুরক্ষা দলের সদস্যরা এবং আশেপাশের গ্রামের মহিলা সহ ১,০০০ এরও বেশি লোক তাদের ভুট্টার খেত এবং কুঁড়েঘরে আগুন ধরিয়ে দেয়। বনা সুরক্ষা সমিতির অভিযোগ, আদিবাসীরা বনভূমি দখল করে ভুট্টা চাষ করছে। সহকারী বন সংরক্ষক ধনুর্জয় মহাপাত্র বলেন, যারা ভুট্টার ফসলের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে, ২০১৩ সাল থেকে এই বিরোধ চলছে।

