নিখোঁজের পাঁচ দিন পর মিলেছে নারীর মৃতদেহ : মাটি খুঁড়ে লাশ বের করল শিয়াল

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বালাদেশের শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর মাটি চাপা অবস্থায় নাছিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বিশগিড়ি পাড়া বন বিভাগের বাগানের ঝোপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাছিমা বেগম উপজেলার মানিককুড়া গ্রামের আমির হোসেন মন্ডলের স্ত্রী। নাছিমা ও আমির হোসেনের সংসারে চার সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় গ্রাম পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাছিমার সামান্য মানসিক সমস্যা ছিল। মাঝে মাঝে মানিককুড়া গ্রাম থেকে হেন্ডেলের মোড়ে নাছিমা চা খেতে যেতেন। শনিবার (২০ আগস্ট) বিকেলে নাছিমা বাড়ি থেকে বের হন। এরপর থেকে নাছিমাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) আমির হোসেন নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। চারদিন অতিবাহিত হলেও নাছিমার কোনো সন্ধান না পেয়ে তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। প্রতিদিনের মতো স্বামী আমির হোসেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বন বিভাগের সমতলের আকাশমণী বাগানে খুঁজতে থাকেন। এসময় জঙ্গলের ঝোপে মাটিচাপা অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। মাটি খুঁড়ে শিয়াল মরদেহের হাত ও মাথার কিছু অংশ বের করে ফেলেছিল। পরে মরদেহের হাতে থাকা চুড়ি ও পরনের কাপড় দেখে আমির হোসেন মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad