ঢাকায় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার-২৫

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের রাজধানী ঢাকার গাজীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় অস্ত্র-মাদক ও পিকআপসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ জন ছিনতাইকারী ৬ জন ডাকাত, ৩ জন মাদক ব্যবসায়ি এবং ১২জন হলো বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গাজীপুর মহানগর পুলিশের সহকারি কশিশনার (মিডিয়া) মোঃ আবু সায়েম নয়ন জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে কোকের সঙ্গে নেতাজাতীয় কিছু খাইয়ে চালক অজ্ঞান করার পর পিকআপ ভ্যান ছিনতাই হওয়ার খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চালককে উদ্ধার করে। পরে চালকের দেয়া তথ্যমতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিকআপটির অবস্থান সনাক্ত করে এবং গাজীপুরের কালিয়াকৈর থানার ফুলবাড়ি পিকআপটিও উদ্ধার করা হয় এবং পিকআপ ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মোহাম্মদ লিখন (২৭), মোঃ শরীফ (২২), মোহাম্মদ সিয়াম (১৯), মোহাম্মদ রুবাইয়াত আল মাহমুদ ওরফে রোজেলকে (১৯) গ্রেপ্তার করা হয়। একই রাতে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা বারবৈকা রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মোঃ সেলিম মিয়া (২১), রোহান ইসলাম (২৩), মোঃ সিফাত ওরফে শিপু (২৩), মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৩), মোঃ বাবু মিয়া (২০), মোঃ শামীম (২১)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকেন ২টি চাপাতি, ২টি চাকু, ১টি খেলনা পিস্তল, ১টি লোহার রড উদ্ধার করা হয়। এছাড়া ওই রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে কোনাবাড়ী থানা পুলিশ ৭৯ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়াও একই রাতে বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আরো ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad