ইউক্রেনের স্বাধীনতা দিবসে ট্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ সাধারণ নাগরিক নিহত

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ ইউক্রেন যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই আক্রমণ চালালো রাশিয়া। রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন অসামরিক নাগরিক নিহত হলেন। রুশ বাহিনী এখানেই থেমে রইল না। তারা পূর্ব ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয়। জানিয়েছেন কিয়েভের আধিকারিকরা। মস্কো-অধ্যুষিত সোভিয়েত শাসন থেকে ইউক্রেনের স্বাধীনতার ৩১ তম বার্ষিকীর আগে রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ান উস্কানির ঝুঁকি সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত দোনেৎস্ক থেকে প্রায় ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে চ্যাপলেইন শহরের একটি ট্রেনে রকেট হামলা চালানো হয়। সেখানে ২২ জন নিহত হয়েছে। পরে সন্ধ্যায় এক ভিডিও ভাষণে তিনি বলেন, ইউক্রেন রাশিয়াকে তার কৃতকর্মের জন্য দায়ী করবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে, তারা অসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের অসামরিক নাগরিক ভর্তি একটি ট্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নৃশংসতার একটি উদাহরণ। আমরা সারা বিশ্বের সঙ্গে একত্রে ইউক্রেনের পাশে দাঁড়াতে এবং রাশিয়ান য়াধিকারিকদের জবাব খোঁজার চেষ্টা চালিয়ে যাব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad