বর্ণবৈষম্যের শিকার ৯ বছরের ছাত্র, শিক্ষকের ঘটির জল পান করায় শিক্ষকের হাতে মার খেয়ে মৃত্যু
By -
8/14/2022 10:26:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ তৃতীয় শ্রেণির ছাত্র নয় বছরের ইন্দ্র কুমারকে হেড মাস্টার ছাইল সিং-এর জন্য আলাদা করে রাখা ঘটি থেকে জল পান করায় তাকে কানে আঘাত করে মারলো স্কুলের শিক্ষক। এমনটাই অভিযোগ জালোরের সায়লা এলাকার সুরানা গ্রামের সরস্বতী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মার খাওয়ার পর বাগোদা, ভীনমাল, দিসা, মেহসানা, উদয়পুরে তাঁর চিকিৎসা হয়। শেষপর্যন্ত, শিশুটিকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ অগাস্ট সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় ইন্দ্র কুমারের। পুলিশ আধিকারিক ধ্রুব প্রসাদ জানিয়েছেন, ছাইল সিং-এর বিরুদ্ধে খুন ও এসসি/এসটি আইনের মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।
এরপর আজ সকাল থেকেই ৯ বছরের ওই দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। আজ বিকেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে ভীম আর্মির সমর্থকরা। লাঠিচার্জ করে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে বিরাট পুলিশ বাহিনী। এই ঘটনায় আহত হয়েছেন মৃত ছাত্রের মামা-সহ অর্ধশতাধিক মানুষ। অবস্থা এমন আকার ধারণ করে যে, সকাল থেকেই জেলায় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন।
এসসি কমিশনের চেয়ারম্যান খিলাড়ি বৈরওয়াও সোমবার জালোরের সুরানা গ্রামে গিয়ে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করবেন। গ্রামের সরস্বতী স্কুলের শিক্ষক গতারাম মেঘওয়াল বলেন, গত ৫-৬ বছর ধরে স্কুলে শিক্ষকতা করছি। তিনি এখানে কখনও বর্ণ বৈষম্য দেখেননি। গাতারাম বলেন, জলের জন্য একটি ট্যাংক আছে, যেখানে সবাই জল পান করে।



