শক্তি বাড়ছে নিম্নচাপের, অভিমুখ ওড়িশার দিকে, কাল মাঝারি বৃষ্টি
By -
8/14/2022 07:30:00 PM
0
নিজস্ব প্রতিনিধিঃ শনিবার থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা বৃষ্টি চলছে, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। শনিবার রাত থেকে দিঘা এবং পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। শনিবার পেরিয়ে রবিবারও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। আবহয়াওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপ ও ভরা কোটালের ফলে আজ ও আগামীকালও বৃষ্টি চলবে। সঙ্গী হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে। মৌসুনী দ্বীপে বাধ ভেঙ্গে জল ঢুকছে বলে খবর পাওয়া গেছে। বৃষ্টি চলছে বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারি বৃষ্টি চলছে। রাজ্যের নদী তীরবর্তী এলাকাই শুধু নয়, একটানা বৃষ্টির ফলে বহু গ্রাম ও শহরের নীচু এলাকায় জল জমছে। রাজ্যের বিভিন্ন নদী বাধগুলির দিকে নজর রাখা হচ্ছে, বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে।
অন্যদিকে, দামোদর নদে এক নৌকাডুবিতে ২ যুবকের কোনো খোজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

