বাঁশবেড়িয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন
By -
8/15/2022 04:46:00 PM
0
নিজস্ব প্রতিনিধিঃ দেশ ও রাজ্য আজ মেতেছে স্বাধীনতার ৭৬ তম বর্ষ উদযাপনে। এই দিনটিকে শুধু নিছক একটা আনন্দের দিন হিসাবে কাটিয়ে না দিয়ে হুগলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু অনুষ্ঠান করা হয়। এর মধ্যে রয়েছে ১৭ নম্বর ওয়ার্ডে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন। বিপ্লবী মাস্টারদার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট তৃণমূল নেতা তথা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত।
এছাড়া, শিশু সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির, অংকন প্রতিযোগিতা, নতুন ক্লাবের শুভ উদ্বোধন সহ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির, চুঁচুড়া ফায়ার বিগ্রেড অফিসে বৃক্ষরোপণ|
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমস্ত অনুষ্ঠানগুলির শুভ উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, সি আই সি তাপস মুখার্জী,সহ সমস্ত নেতৃত্বগন |
রক্তদান শিবির, অংকন প্রতিযোগিতা স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্ত।






