মানালিতে বিয়াস নদীর সেতু ভেঙ্গে তলিয়ে গেল ২ শিশু সহ অনেকেঃ উদ্ধার কাজ চলছে
By -
8/15/2022 04:59:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবসে এক মর্মান্তিক খবর পেল মানালি। সেতু ভেঙ্গে দুই শিশু তলিয়ে গেল বিয়াস নদীর প্রবল স্রোতে। একই সঙ্গে সেতুর সঙ্গে ডুবে গেলো আরও মানুষ। জানা গেছে, এটি ছিল সোলাং গ্রামের সঙ্গে সংযোগকারী একমাত্র অস্থায়ী সেতু। আজ এই গ্রামে মেলা উপলক্ষে বাইরে থেকে এসেছিলেন অসংখ্য মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ করে বিয়াস নদীর জলস্তর বেড়ে যায় এবং তারপর তাসের প্যাকেটের মতো ভেসে যায় সেতুটি। ফলে এই গ্রামের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে, এই গ্রামে বহু মানুষ এখন আটকে পড়েছেন।
মানালি প্রশাসনও খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে এবং সবরকম ত্রাণ ও উদ্ধার কাজ করা হচ্ছে। বর্তমানে নদীতে ডুবে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

