এক টিভি সাক্ষাতকারে সলমান রুশদির উপর প্রাণঘাতী আক্রমণ নিয়ে কংগ্রেস নেতা অশ্বিনী হান্ডা বললেন 'জয়সি কারনি, ওয়াইসি ভরনি'
By -
8/14/2022 05:38:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ সালমান রুশদির উপর প্রাণঘাতী আক্রমণ নিয়ে টাইমস নাও-কে দেওয়া সাক্ষাতকারে কংগ্রেস নেতা অশ্বিনী হান্ডা বলেছেন, "জয়সি কারনি, ওয়াইসি ভরনি। বাক স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন। হান্ডা তার বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। চলতি বছরের মে মাসে তিনি কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটকে হত্যার ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এর পরে, দল একটি বিবৃতি জারি করে বলে এটি নেতার নিজের বিবৃতি। এছাড়া বলা হয়েছিল, অতীতে তার "দায়িত্বজ্ঞানহীন ক্রিয়াকলাপের" জন্য তাকে ইতিমধ্যে ডিসিসি জম্মুর সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

