মিশরের গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত ও ৫৫ জন আহত
By -
8/14/2022 06:19:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ মিশরের রাজধানী কায়রোর জনবহুল এলাকায় এক গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আগুনে ভস্মীভূত হয়ে গেছ আবু সেফিন গির্জাটি। সূত্রে জানা গেছে, ইমবাবা জেলার কপটিক আবু সিফিন গির্জায় পাঁচ হাজার মানুষ আজ জড়ো হয়েছিলেন। এই সময় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে য ১৫টি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। পাঠান হয় অ্যাম্বুলেন্স। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওয়াড্রোসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আল-সিসি ফেসবুকে লিখেছেন, "আমি সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছি, তারা যেন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে এবং অবিলম্বে এই দুর্ঘটনাকে মোকাবেলা করতে পারে।"
Tags:

