ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ফ্রিবিজ নিয়ে কেন্দ্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে বিজেপি আয়োজিত এক আলোচনাচক্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন, নির্বাচনের আগে রাজ্য সরকারগুলি যখন ছাড়ের প্রতিশ্রুতি দেয়, তখন রাজকোষের অবস্থাও খতিয়ে দেখা উচিত, যাতে তারা জিতে ক্ষমতায় এলে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে।
এই বক্তব্য নিয়ে সীতারামনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি একটি সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করে বলেন, হেই... ম্যাডাম...। আমি ১৫ লক্ষ টাকার বাজি ধরছি। আপনি এটা মোদিজীর মুখের উপর বলতে পারবেন না।
প্রধানমন্ত্রী মোদী তার বক্তৃতায় এই বিষয়টি উত্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর একটি ভাষণে 'রেওয়ারি সংস্কৃতি'র কথা উল্লেখ করে এর বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছিলেন। জবাবে আপ আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে বাসযাত্রা, শিক্ষা বিনামূল্যে জিনিস নয়, তবে বন্ধুদের ঋণ মকুব করা বিনামূল্যে।