বিবাহবিচ্ছেদের মামলার শুনানীতে এসে আদলত চত্বরে স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী
By -
8/14/2022 11:51:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গতকাল কর্ণাটকের একটি পারিবারিক আদালত চত্বরের ওয়াশরুমের ভিতরে ছুরি দিয়ে তার স্ত্রীর গলা কেটে দেয় তাঁর স্বামী শিবকুমার। পুলিশ জানিয়েছে, বিবাহবিচ্ছেদের মামলায় শুনানির জন্য এই দম্পতি নরসিপুরার আদালতে এসেছিলেন।
জানা গেছে, মাননীয় বিচারক শিবকুমার ও তার স্ত্রী চিত্রার বক্তব্য শোনার পর তাদের এক ঘন্টার জন্য পরামর্শ করার নির্দেশ দেন এবং শুনানি অন্য দিনের জন্য স্থগিত করেন। এরপর ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আদলত চত্বরের ওয়াশরুমে যান। শেখানে তর্ক-বিতর্কের পর স্ত্রীর গলা ছুরি দিয়ে কেটে ফেলে স্বামী। পুলিশ শিবকুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিবকুমার কী ভাবে ছুরিটি আদালতের ভিতরে নিয়ে এল, তা-ও খতিয়ে দেখবে পুলিশ।

