শিশু কবিরাজের নামে প্রতারণার ফাঁদ, অভিযোগ সাধারণ মানুষের
By -
8/14/2022 04:49:00 PM
0
বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাগেরহাটের চিতলমারীতে চিকিৎসার নামে ঝাড়-ফুঁক দিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে ঠকানোর অভিযোগ উঠেছে ৪ বছরের ইয়াছিন মোল্লা নামে এক কথিত শিশু কবিরাজের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে তাদের সাথে প্রতারণা করে আসছে কথিত এই শিশু কবিরাজ।
গতকাল (১৩ আগষ্ট) শনিবার দুপুরে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের জাহিদুল মোল্লার (৫০) ছেলে কথিত শিশু কবিরাজ ইয়াছিন মোল্লার (৪) আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কথিত শিশু কবিরাজ ভন্ড প্রমানিত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে শিশু সন্তানকে দিয়ে এমন প্রতারণা না করার অঙ্গিকার ব্যক্ত করেন জাহিদুল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়েজুন্নেছা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মামুন হাসান বলেন, আধুনিক ও বিজ্ঞানের যুগে এমন ঘটনা সত্যি দুঃখজনক। কিছু ভন্ড,প্রতারণা গ্রামাঞ্চলের মানুষদের সরল বিশ্বাস ও অনুভূতি নিয়ে খেলা করেন।
ভবিষ্যতে এমন প্রতারণা ফাঁদে না পড়ার অনুরোধ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার নেতৃত্বে সান বলেন, "আমরা শুনে বিস্মিত হয়েছি। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভন্ড ও প্রতারক কবিরাজকে জরিমানাসহ ভবিষ্যতে এমন প্রতারণা না করার অঙ্গিকার করানো হয়। ভবিষ্যতেও প্রতারণার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"
Tags:


