মহারাষ্ট্রের গাড়ি-টেম্পো সংঘর্ষে এক পরিবারের ৫ সদস্যসহ মৃত ৬
By -
8/14/2022 01:04:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্ক, মুম্বাইঃ আজ সকালে মহারাষ্ট্রের বিড জেলায় একটি গাড়ি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ্জানা গেছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ মঞ্জরসুম্বা-পাটোদা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেজ তহসিলের জিভাচিওয়াদি গ্রামের একটি পরিবার একটি গাড়িতে করে পুনে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় এক পরিবারের পাঁচ সদস্য ও আরও একজন মারা গেছেন বলে জানান পুলিশের এক আধিকারিক। এখন মৃতদের পরিচয় জানার কাজ চলছে।

