কাশী বিশ্বনাথের আদলে তৈরি হতে চলেছে বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দির করিডর
9:35:00 AM
0
ভয়েস ৯, মথুরা: উত্তর প্রদেশের বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা নিশ্চয়ই সকলের মনে আছে। ভয়ঙ্কর ভিড় আর তীব্র শ্বাসকষ্টে জন্মাষ্টমীর রাতে আরতির সময় ২ ভক্তের মৃত্যু ঘটে সেখানে। অসুস্থ হয়ে পড়েন কয়েকশো ভক্ত।
রাজ্যের আখ উন্নয়ন মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী সোমবার সাংবাদিকদের জানান, বঙ্কেবিহারী মন্দির বৃন্দাবনে বেড়াতে আসা ভক্তদের সুবিধার্থে শীঘ্রই বাঙ্কেবিহারী করিডর তৈরি করা হবে যেখানে একবারে প্রায় ৫০ হাজার ভক্ত দাড়াতে পারবে। আর এই করিডোরটি বারাণসীর কাশী বিশ্বনাথ করিডোরের আদলে নির্মিত হবে।
মন্ত্রীর মতে, করিডোরটি এমনভাবে তৈরি করা হবে যাতে ভক্তরা পবিত্র যমুনায় ডুব দেওয়ার পরে সরাসরি করিডোরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের ভিতরের অংশ এমনভাবে প্রসারিত করা হবে যাতে এর প্রাচীনত্ব বজায় থাকে এবং ৮০০ জন ভক্ত মন্দিরটি পরিদর্শন করতে পারেন। তিনি জানান, সম্প্রসারণের পরে, পাঁচ হাজার ভক্ত একই সাথে মন্দিরটি পরিদর্শন করতে পারবেন।
তিনি বলেন, এই করিডোরটি ব্রজবাসী ও তীর্থযাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে এমন একটি উপহার যা কেবল ইতিহাসই হয়ে উঠবে না, ভক্তদের নিরাপত্তার সঙ্গে দর্শন করতেও সাহায্য করবে।