প্রতীকি চিত্র
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক শ্রেণির মানুষের নৃশংসতা সবচেয়ে খারাপ পশুটাকেও লজ্জা দিতে পারে। গত ১৫ ই আগস্ট ঠকি সেরকমই এক ঘটনার সাক্ষী রইলো তেলঙ্গানার করিমনগরের বাসিন্দারা। জানা গেছে, কোট্টাপল্লী মণ্ডল্রে একদল লোক একটি পথ কুকুরকে পিটিয়ে হত্যা করে। পরে একটি দড়ি দিয়ে তার বাইকে কুকুরের মৃতদেহ বেঁধে গ্রামে ঘুরে বেড়ায়। ক্যামেরাবন্দি হয় গোটা ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সিটিজেন ফর অ্যানিম্যালস-এর প্রতিষ্ঠাতা ও সচিব প্রিনভিল পানেরু কোঠাপল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। পরে, অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৪২৯ (পশুদের হত্যা) এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়। কোট্টাপল্লী পুলিশ ইন্সপেক্টর বলেন, তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি কুকুরকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে, যার ফলে সে মারা যায়। পরে তারা একটি মোটরযানের সঙ্গে কুকুরের মৃতদেহ বেঁধে তারা গ্রামে ঘুরে বেড়ায়। একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।