"এবার আপনি" ... 'হ্যারি পটার' এর লেখিকাকে সালমান রুশদির টুইটের জন্য প্রাণনাশের হুমকি
By -
8/13/2022 10:52:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ সলমন রুশদির পর এবার আর এক প্রথিতযশা লেখিকা জে কে রাউলিংকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। শুক্রবার সালমান রুশদিকে ছুরিকাঘাতের পর 'হ্যারি পটার' লেখিকা এক টুইট বার্তায় তার অবিশ্বাস প্রকাশ করেন। 'ভয়ংকর খবর। এই মুহূর্তে খুব অসুস্থ বোধ করছেন। ওকে ঠিক থাকতে দাও," বলেন তিনি। তার পোস্টের প্রতিক্রিয়ায় একজন টুইটার ব্যবহারকারী তাকে পরবর্তী ‘টার্গেট’’ করার ইঙ্গিত দেন। রাউলিং পরে ওই জনৈক মীর আসিফ আজিজের টুইটের জবাবের স্ক্রিনশট পোস্ট করেন। মীর আসিফ আক্রমণকারী হাদি মাতার সম্পর্কে তথ্য দিয়েছেন এবং বলেছেন যে তিনি "বিপ্লবী শিয়া যোদ্ধা যিনি প্রয়াত আয়োতাল্লাহ রোহুল্লাহ খোমেনির ফতোয়া অনুসরণ করছেন।"
Tags:

