কাশ্মীরের শোপিয়ানে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত কাশ্মীরি হিন্দু
8/16/2022 01:04:00 PM
0
জম্মু ও কাশ্মিরে আরেকটি টার্গেট কিলিং-এর ঘটনা ঘটল। আজ অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীরা এক কাশ্মীরি হিন্দু ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের ছোটিপোরা এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। আপেলের বাগানে ঘটে যাওয়া এই হামলায় একজন আহত হয়েছেন। জানা গেছে যে শ্রমিকরা যখন কাজে নিযুক্ত ছিলেন তখন সন্ত্রাসবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে যে এই হামলায় টার্গেটরা হিন্দু সম্প্রদায়ের সদস্য। শোপিয়ানের ছোটিপোরা এলাকায় একটি আপেল বাগানে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীরা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও একজন আহত হয়। দু'জনেই সংখ্যালঘু সম্প্রদায়ের। আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে।