Hot Widget

Type Here to Get Search Results !

Advt 720

সম্পত্তির জন্য বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই শাহাজাহান মিয়ার অস্ত্রের আঘাতে ছোট ভাই শুকুর মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ারা জানান, শুকুর মিয়ার সঙ্গে তার বড় ভাই শাহাজাহান মিয়ার অনেকদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে শুকুর মিয়া কৃষিকাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জায়গা- জমি সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সফর আলী নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies