মথুরা: জন্মাষ্টমীতে বাঁকে বিহারি মন্দিরে পদপিষ্ট, নিহত ২

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ জন্মাষ্টমীর দিন উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারি মন্দিরে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজনকে নয়ডার বাসিন্দা নির্মলা দেবী এবং অন্যজনকে জব্বলপুরের বাসিন্দা রাজকুমার বলে চিহ্নিত করা হয়েছে। গভীর রাতে বেশি ভিড়ের কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মথুরার এসএসপি অভিষেক যাদব বলেন, 'মথুরার বাঁকে বিহারী মন্দিরে মঙ্গলা আরতির সময় মন্দিরের প্রস্থান গেটে এক ভক্ত অজ্ঞান হয়ে পড়েছিলেন। যার জেরে বন্ধ হয়ে যায় পুণ্যার্থীদের যাতায়াত। যেহেতু সেখানে একটি বিশাল ভিড় ছিল, তাই প্রাঙ্গনের অভ্যন্তরে আর্দ্রতার কারণে অনেক লোক দমবন্ধ হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন।
 প্রসঙ্গত, শুক্রবার রাতে মথুরায় বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে মঙ্গলা আরতি দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিল। এ সময় সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।  জানা গেছে, মঙ্গল আরতির সময় অনেকেই তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। অনেকে ভিড় ঠেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় অবস্থা এমন হয় যে, শুরু হয়ে যায় হাতাহাতি। অবশ্য, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্বাস-কষ্টেই তাদের মৃত্যু হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই ঘটনায় আহত ব্যক্তিদের যথাযথ চিকিত্সা নিশ্চিত করতে বলেন। স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের সময় ধর্মীয় স্থানগুলিতে ভিড়ের কথা মাথায় রেখে আরও কঠোর ব্যবস্থা করা উচিত যাতে কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করা যায়।
শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, "বাঁকবিহারী মন্দির চত্বরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে ভাল রাখুন।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad