১২ জন আইএএস অফিসারকে অবিলম্বে বদলির নির্দেশ দিলেন দিল্লির লেফটেনান্ট গভর্নর
10:50:00 AM
0
ভয়েস ৯, নতুন দিল্লিঃ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা গতকাল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস) এর ১২ জন অফিসারকে অবিলম্বে বদলির নির্দেশ দিয়েছেন। সাক্সেনা বর্তমানে বাতিল হওয়া আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন।
যে ১২ জন অফিসারকে বদলি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন জিতেন্দ্র নারায়ণ (এজিএমইউটি: ১৯৯০), অনিল কুমার সিং (এজিএমইউটি: ১৯৯৫), বিবেক পান্ডে (এজিএমইউটি: ২০০৩), শূরবীর সিং (এজিএমইউটি: ২০০৪), গরিমা গুপ্তা (এজিএমইউটি: ২০০৪), আশিস মাধাউরাও মোর (এজিএমইউটি: ২০০৫), উদিত প্রকাশ রায় (এজিএমইউটি: ২০০৭), বিজেন্দ্র সিং রাওয়াত (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০১০), কল্যাণ সহায় মীনা (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০১০), কল্যাণ সহায় মীনা (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০১০), কল্যাণ সহায় মীনা (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০০৭), কৃষ্ণ কুমার (এজিএমইউটি: ২০১০), কল্যাণ সহায় মীনা (এজিএমইউটি: ২০০০)। ২০১২) এবং হেমন্ত কুমার (এজিএমইউটি: ২০১৩)।
নতুন আবগারি নীতি মামলায় অনিয়মের অভিযোগে শুক্রবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বাড়িসহ রাজধানীর ২২টি স্থানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) অভিযান চালানোর পর এই নির্দেশ দেওয়া হয়েছে।