বৃদ্ধাকে বস্তায় ভরে উত্তর ২৪ পরগণা থেকে ফেলে যাওয়া হল হুগলির চুঁচুড়ায়

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ বৃদ্ধা বা বৃদ্ধাকে বৃদ্ধাবাসে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা অনেক শোনা গেলেও, কোনো বৃদ্ধাকে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে ফেলে যাওয়া হল হুগলির চুচুড়ায়। তাও বস্তাবন্দী করে। বিশ্বাস না হওয়ার কথা। কিন্তু ঠিক এরকমটাই ঘটেছে অশোকনগরের অন্নু কুমারীর সঙ্গে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া প্রিয়নগর এলাকার জিটি রোডের ধারে। পথচলতি স্থানীয় মানুষজন রাস্তার পাশে পড়ে থাকা একটি বস্তাকে নড়াচড়া করতে দেখে কৌতূহলী হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায়। বস্তার ভিতরে তখন নড়াচড়াও বেড়ে গেছে। সাহস করে এগিয়ে যান অনেকে ওই বস্তার কাছে। চুঁচুড়া থানায় কর্মরত মহিলা পুলিশ আধিকারিক রাখি ঘোষের ছেলে প্রদীপ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনিও থমকে যান, তারপর মাকে ফোন করেন। ইতিমধ্যেই স্থানীয় মানুষজন খুলে ফেলেন বস্তার মুখ। আর তা খুলতেই হতবাক সকলে। এও কী সম্ভব! বস্তার মধ্যে প্রায় বছর ৮০ এর এক বৃদ্ধা। স্থানীয় মানুষজন তাকে কেক কিনে খাওয়ান, বস্তা খুলে বের করেন তাকে। ওই বৃদ্ধা তখন অসুস্থ। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন চারিদিকে। বুঝতে পারছেন না কী হয়েছে। ইতিমধ্যে, ছেলের কাছ থেকে ফোন পেয়ে ওই মহিলা পুলিশ কর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনার কথা জানান। ঘটনাস্থলে ছুটে আসেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এক মহিলা পুলিশ কর্মীও ওই অফিসারের সঙ্গে ঘটনাস্থলে যান। এরপর ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় ঁচুচুড়া ইমামবাড়া হাসপাতালে। পুলিশ তদন্ত শুরু করেছে, কে বা কারা ওই বৃদ্ধাকে উত্তর ২৪ পরগণার অশোকনগর থেকে চুঁচুড়ার প্রিয়নগরে নিয়ে এল? কেনোই বা তাকে নিয়ে আসা হল? এটা কী কোন অপহরণ, না কি বৃদ্ধাকে জঞ্জাল মনে করে ফেলে যাওয়া হয়েছে? অনেক প্রশ্ন, কিন্তু ওই বৃদ্ধা তার উত্তর দিতে পারেনি। পুলিশ এখন তার বাড়ির ঠিকানা খোঁজার চেষ্টা করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad