দাম কমল আলুর, কলকাতার চেয়ে প্রায় সব সবজীর দর গ্রামাঞ্চল ও মফঃস্বলে বেশি



বাজারকর্তা, ভয়েস ৯ঃ একটা অদ্ভুত জিনিষ লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকমাস ধরে, তা হলো- গ্রাম বা শহরের বাজরগুলিতে সবজীর কোন নির্দিষ্ট দর নেই। যে যেমন পারছে, সেই দরে বেচছে। দেখার কেউ নেই। তাই এক শ্রেণির ব্যবসাদারদের পোয়া বারো। আলু যেখানে কলকাতায় ২৮ টাক, জ্যোতি, চন্দ্রমুখী ৩৫- ৩৮, তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর বাজারে তা এখনো আগের দরেই বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ জ্যোতি-চন্দ্রমুখী মিলে মিশে এক হয়ে যাচ্ছে। আর একটা বিষউ হলো, গ্রামাঞ্চলে শাকের দর। ইচ্ছেমতো নেওয়া হচ্ছে। ফুলকপি কলতারা বাজারে ২৫, ৩০,৩৫। জেলায় ছোট্ট কপি ৪০-৪৫। পাতিলেবু, তার দামও গ্রামাঞ্চলে কমেনি। আসলে , জেলার বাজারগুলিতে লক্ষ না দেওয়ার জন্যই এই হাল। এক শ্রেণির আনাজ-ব্যবসায়ীদের এই বাড়বাড়ন্ত। বলছেন ক্রেতারা। এখন দেখে নেওয়া যাক আজকের বাজার-দর।


জ্যোতি আলু: ২৮ টাকা প্রতি কিলো,  চন্দ্রমুখী আলু: ৩৫- ৩৮ টাকা কিলো,  আদা: ৮০-১00 টাকা কিলো, পেঁয়াজ: ২৫ টাকা কিলো,  উচ্ছে: ২৫ টাকা কিলো,  বেগুন: ৪০-৪৫ টাকা কিলো,  পটল: ৪৫ টাকা কিলো, কুঁদরি: ২০ টাকা কিলো,  গাঁটি কচু: ৩০ টাকা কিলো,  কাঁকরোল: ৪০ টাকা কিলো,  ঝিঙে: ৪০ টাকা কিলো, ঢ্যাঁড়শ: ৪০ টাকা কিলো কুমড়ো: ৩০ টাকা কিলো লাউ: ২০-২৫ টাকা কিলো টমেটো: ৪০ টাকা কিলো পেঁপে: ৩৫ টাকা কিলো,  চিচিঙ্গে: ৪০ টাকা কিলো, শসা: ৪০ টাকা কিলো, মটরশুঁটি: ১০0 টাকা কিলো, এঁচোড়: ৫০ টাকা কিলো, শিম: ৩০-৩৫ টাকা কিলো,  বাঁধাকপি: ৩০ টাকা কিলো,  ফুলকপি: ২৫ টাকা পিস,  বরবটি: ৩০ টাকা কিলো, ধনেপাতা: ১০ টাকা আঁটি,  পুঁই শাক: ৮ টাকা, আঁটি লাল শাক: ৫ টাকা, আঁটি পাটশাক: ৫ টাকা আঁটি,  কাঁচালঙ্কা: ৮০-১০০ টাকা কিলো, পাতিলেবু: ২ টাকা পিস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad