ঢাকায় খাবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: রাজধানীর বিজয়নগর এলাকায় হোটেল ৭১ এর গলিতে একটি টিনশেডের খাবার হোটেলে আগুন লেগেছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোঃ রাফি আল ফারুক বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সবশেষ খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এখন মোট ১৩টি ইউনিট একযোগে কাজ করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad