রাজস্থান: দলিত ছাত্র খুনের ঘটনায় পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক পানাচাঁদ মেঘওয়াল
By -
8/15/2022 05:27:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক পানাচাঁদ মেঘওয়াল। তিনি মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং বিধানসভার স্পিকার ডঃ সিপি জোশীর কাছে তাঁর পদত্যাগপত্র ই-মেল করে দিয়েছেন। জালোরে এক শিক্ষকের হাতে প্রহৃত হয়ে মৃত্যু হয় একটি ৯ বছরের দলিত ছাত্রের। তৃতীয় শ্রেণির ছাত্র নয় বছরের ইন্দ্র কুমারকে হেড মাস্টার ছাইল সিং-এর জন্য আলাদা করে রাখা ঘটি থেকে জল পান করায় তাকে কানে আঘাত করে ওই শিক্ষক। এমনটাই অভিযোগ ছিল জালোরের সায়লা এলাকার সুরানা গ্রামের সরস্বতী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মার খাওয়ার পর বাগোদা, ভীনমাল, দিসা, মেহসানা, উদয়পুরে তাঁর চিকিৎসা হয়। শেষপর্যন্ত, শিশুটিকে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ অগাস্ট সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় ইন্দ্র কুমারের।
দলিতদের উপর অত্যাচারের জন্য ক্রমাগত বিরোধীদের নিশানায় থাকা রাজস্থানের গেহলট সরকারের এই বিধায়ক ইস্তফাপত্রে নিজের যন্ত্রণা প্রকাশ করে জানিয়েছেন, তিনি এই পদ থেকে ইস্তফা দেবেন। পানাচাদ তার পদত্যাগপত্রে লিখেছেন, দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। কিন্তু,৭৫ বছর পরেও দলিতদের উপর যে অত্যাচার হচ্ছে,সেটা আমার মনে যন্ত্রণা দিচ্ছে। তিনি লিখেছেন, গত কয়েক বছর ধরে দলিতদের উপর অত্যাচারের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে।

