বিশ্বের বৃহত্তম নির্মিয়মান কৃষ্ণ মন্দির মায়াপুরের ইসকনে, জন্মাষ্টমীতে হবে জমকালো অনুষ্ঠান

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ নদীয়া জেলার মায়াপুরে বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে। এই মন্দিরটি ৭০০ একর (২.৮ মিলিয়ন বর্গ মিটার) এলাকা জুড়ে বিস্তৃত। এই মন্দিরের উচ্চতা প্রায় ১০ তলা বাড়ির সমান। ইসকনের সদর দপ্তর মায়াপুরে নির্মিয়মান এই মন্দিরের উদ্বোধন ২০২৩ সালের হোলিতে হওয়া কথাকলেও করোনা পরিস্থিতির কারণে তা ২০২৪ সাল নাগাদ করা হবে। জানা গেছে, এই মন্দিরে একসঙ্গে দশ হাজার মানুষ একসঙ্গে শ্রীকৃষ্ণজী-রাধারাণীকে দেখতে পাবেন। এ বার এখানে জন্মাষ্টমী পালিত হবে ১৯ অগস্ট। ক্যাম্পাসে একটি ট্যাবলো বের করা হবে। উপস্থিত থাকবেন এক লক্ষেরও বেশি ভক্ত। ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদজি ১৯৭১ সালে মায়াপুরে তিন একর জমি কিনেছিলেন। ভূমিপুজো হয়েছিল ১৯৭২ সালে এবং মন্দির তৈরির কাজ শুরু হয় ২০০৯ সালে। মন্দির নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ছিল ৬০০ কোটি টাকা, কিন্তু করোনা এবং এর পর বর্ধিত খরচের কারণে বাজেট পৌঁছে যায় এক হাজার কোটি টাকায়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের মালিক আলফ্রেড ফোর্ড ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad