পথকুকুরদের আক্রমণে প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
8/18/2022 06:54:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ঝাড়খন্ডের ধানবাদ জেলায় একদল পথকুকুরদের আক্রমণে প্রাণ গেল এক ৬-৭ বছরের মেয়ের। মেয়েটির নাম আনিয়া সিং। আনিয়া ঝাড়খণ্ড পাবলিক স্কুল বালিয়াপুরে প্রথম শ্রেণিতে পড়ত। তার মা বিভা সিং তাকে পুজোর উপকরণের তালিকা দিয়ে পাড়ার ডেন্টিস্টের বাড়িতে পাঠিয়েছিলেন। পথে এক দল রাস্তার কুকুর তাকে ঘিরে ধরে। আনিয়া পালানোর চেষ্টা করতেই কায়েকটা কুকুর তার ঘাড় কামড়ে ধরে। জায়গাটা ভীষণ নির্জন থাকায় তার আর্তনাদ কেউ শুনতেও পায়নি। ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়।
বাবা মুকেশ কুমার সিং দিল্লির একটি বেসরকারি সংস্থার এরিয়া ম্যানেজার। মঙ্গলবার খুদিয়া নদীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বছরখানেক আগে দ্বারকা শহরে জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন মুকেশ। তাঁদের একটি ছেলে রয়েছে, নাম অনশ কুমার সিং।