ডাকাতিতে বাধাঃ দুষ্কৃতিরা গুলি করে মারলো সেনা জওয়ানকে
8/18/2022 09:23:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক মর্মান্তিক ঘটনায়, বৃহস্পতিবার কাঙ্কেরবাগে এক সেনা জওয়ানকে বাইক আরোহী দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। আজ সকালে বিহারের রাজধানী পাটনার নাকীর্ণ কাঁকরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। বাবলু কুমার নামে ওই সেনা জওয়ান তার ভাইয়ের সাথে পাটলিপুত্র রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন। চিরিয়াতন্দ রেলওয়ে ওভারব্রিজের কাছে ওল্ড বাইপাস রোডে ওই দুই বাইক-আরোহী জওয়ানটির ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেনা জওইয়ানটি তাদের বাধা দিতে গেলে, অপরাধীরা তার মাথায় গুলি চালায়। কাঁকরবাগ পুলিশ জানিয়েছে, ওই সেনাকর্মী একটি বাইকে ছিলেন। তিনি পূর্ব পাটনার কুমহরার এলাকা থেকে পাটলিপুত্র রেলওয়ে স্টেশনে গুয়াহাটির উদ্দেশ্যে নয়াদিল্লি গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস ধরতে যাচ্ছিলেন। জওয়ানের উপর বর্বরোচিত হামলার পর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পাটনার লোকসভা সদস্য রবিশংকর প্রসাদ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারকে নিশানা করেন এবং অভিযোগ করেন যে বিহারে মহাগঠবন্ধন সরকার গঠনের পরে অপরাধীরা তার নির্বাচনী এলাকায় নির্ভীক হয়ে উঠেছে।