বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, পূর্ব ও মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দেশের পশ্চিমের রাজ্য রাজস্থান, মহারাষ্ট্র ও উত্তর গুজরাতে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও ওড়িশার কিছু অংশ হয়ে দেশের পশ্চিমাংশ থেকে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে মৌসুমী অক্ষরেখা। শুধু তাই নয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে, যার জেরে পূর্ব ও মধ্য ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের জারি করা সর্বভারতীয় বুলেটিন অনুযায়ী, ১৮ অগাস্ট থেকে পূর্ব ও মধ্য ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে গুজরাত ও দক্ষিণ রাজস্থানে। দক্ষিণ উপদ্বীপীয় ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে তামিলনাড়ু ও কর্নাটকের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ অগস্ট পর্যন্ত তামিলনাড়ুর কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ অগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ; ২০ শে আগস্ট পর্যন্ত ঝাড়খন্ড এবং ২০ থেকে ২১ শে আগস্ট বিদর্ভে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯ থেকে ২০ অগস্টের মধ্যে অসম ও মেঘালয়ে এবং ১৮ থেকে ২০ অগস্ট নাগাদ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad