মধ্যপ্রদেশের ধর-এ নির্মাণাধীন বাঁধে ব্যাপক ফাটল; ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে
By -
8/13/2022 02:39:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ি মধ্যপ্রদেশের ধর জেলার ভারুদপুরা এবং কোথিদার মধ্যে করম নদীর উপর নির্মিয়মানএকটি বাঁধে ভয়ঙ্কর ফাটল দেখা দেওয়ায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ ও প্রশাসন সতর্কতা জারি করেছে। জেলা প্রশাসন বাঁধের নিচের দিকের ১১টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে, কারণ আরও বৃষ্টি হলে প্রায় ৪০,০০০ মানুষ ভয়ঙ্কর বিপদে পড়বেন। এই বাঁধটি ধর জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। ইতিমধ্যেই নির্মাণাধীন বাঁধটির রক্ষণাবেক্ষণপ্রাচীতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে এবং শুক্রবার সকাল থেকে এর মধ্য দিয়ে জল পড়তে শুরু করেছে।
আগ্রা-মুম্বাই জাতীয় সড়ক-৩ (এবি রোড) এর উপর একটি সেতুতে তীব্র যানজট দেখা দিয়েছে। হাইওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনও একটি টিম মোতায়েন করেছে। স্থানীয় প্রশাসনও ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা চেয়ে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছে। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা ভোপালে জানিয়েছেন, বায়ুসেনার দুটি হেলিকপ্টার এবং সেনাবাহিনীর একটি কোম্পানি সতর্ক রয়েছে। অস্থায়ী খাল তৈরির মাধ্যমে জলাধার খালি করা হচ্ছে। এদিকে, মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে।

