এবার ইডি প্রথমে সায়গলকে ও পরে অনুব্রতকে দিল্লিতে তাদের হেফাজতে নিতে চায়

রজত সেন, কলকাতাঃ কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় সম্পাদক দিলীপ ঘোষ সিবিআই এর উপর অনাস্থা প্রকাশ করে ইডি কে মুক্তকণ্ঠে সার্টিফিকেট দিয়েছিলেন। এবার সিবিআই এর পর ইডি যুক্ত হল গরু পাচার মামলায়। আর যুক্ত হয়েই পাচার কান্ডে ইডি সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে চাইছে। এ ব্যাপারে তারা ইতিমধ্যে দিল্লির রাউস এভেন্যু কোর্টে আবেদন জানিয়েছেন। ইডি পরে এদের দুজনকেই দিল্লিতে তাদের সদর দপ্তরে নিয়ে গিয়ে জেরা করতে চায়। সিবিআই ইতিমধ্যে তাদের তদন্তে অনুব্রত মন্ডলের একধাকিক সম্পত্তির হদিশ পেয়েছে। সায়গল হোসেনের ক্ষেত্রেও একইভাবে সম্পত্তি ও প্রচুর টাকার হদিশ করতে পেরেছে সিবিআই। এখন ইডির উদ্দেশ্য এই টাকার উৎস খুঁজে বের করা। সত্যিই কি গরু পাচারের কাটমানি দিয়ে এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে কিনা সেটাই খুঁজে পেতে চায় ইডি। গরু পাচারের টাকা কোথায় গেল আর এক্ষেত্রে সায়গল বা অনুব্রতের ভূমিকা কী তা খুঁজে বের করতে চায় ইডি। আসানসোল বা কলকাতা নয়, একেবারে এই রাজ্যের বাইরে নিজেদের হেফাজতে তাদের দুজনকেই পেতে চায় ইডি। প্রথমে তারা সায়গলকে তাদের হেফাজতে নেওয়ার জন্য কোর্টে আবেদন করেছেন। পরে অনুব্রতকেও তারা একইভাবে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad