দমদম সেন্ট্রাল জেলে শুক্র ও শনিবার ২ বন্দির অস্বাভাবিক মৃত্যু
11:40:00 AM
0
রজত সেন, কলকাতাঃ শুক্রবার দমদম সেন্ট্রাল জেলে এক রাহুল বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ওই মৃত বন্দির নাম কুমার সিংহ। জেলের পরিত্যক্ত অপারেশন থিয়েটারের পিছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এবার আরো এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উঠে এল সেই দমদম সেন্ট্রাল জেল থেকেই। দফতরে। মৃতের নাম পঞ্চম সাও (৫৫)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া থানার গারুলিয়া মুসলিম পাড়ার বাসিন্দা ছিলেন। ২০১৯ সালের ২৪ জুন নোয়াপাড়া থানার ৩৯৯/৪০২/ইএস নম্বর মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। পুলিশ তাকে বিস্ফোরকসহ গ্রেফতার করেছিল। তখন থেকেই তার স্থান হয়েছিল এই জেলেই।
জেলের কিছু সহ-বন্দিরা তাকে শনিবার সকালে জেলের ২/২ নম্বর সেলের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে জেল কর্তৃপক্ষকে খবর দেন। জেল হাসপাপালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। কেন তাঁর যথাযথ চিকিৎসা দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জেল কর্তৃপক্ষ এ-ও জানাচ্ছেন, ময়না-তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।