Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

শুরু ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, মঞ্চে তারকার হাট




রজত রায় ও শম্পা দত্তঃ কোভিডের কারণে দু'বছর পর বন্ধ থাকার পর ফের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জয়া বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে এই উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। 
সাতদিনের এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৫২টি শর্টস ও ডকুমেন্টারিসহ ৪২টি দেশের মোট ১৮৩টি চলচ্চিত্র।  আজ সন্ধ্যার প্রারম্ভেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) উদ্বোধন হল। এবারের চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠের সূচনা লগ্নে মঞ্চে আসেন দাদা সৌরভ গাঙ্গুলি। তারপর মঞ্চে ডেকে নেওয়া হয় জয়া বচ্চনকে।্প্রথমে ইংরাজীতে শুরু করলেও পরে বাংলাতেই বলতে শুরু করেন। স্বভাবতইঃ তার মুখে বাংলা শুনে দর্শকরা উদ্বেলিত হয়ে ওঠেন। জয়া বচ্চন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন। এরপর মঞ্চে আসেন শত্রুঘ্ন সিনহা। তিনি তার বতব্য শুরু করেন তার প্রিয় ডায়ালগের অংশ দিয়ে। খামোশ। এভাবেই তার বক্তব্য রাখতে শুরু করেন বিশিষ্ট অভিনেতা তথা রাজ্যের তৃণমূল সাংসদ। ত
৫২টি শর্টস ও ডকুমেন্টারিসহ ৪২টি দেশের মোট ১৮৩টি চলচ্চিত্র আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ১০টি হল ও মঞ্চে প্রদর্শিত হবে। শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, নজরুল তীর্থ, চলচ্চিত্র সাতবর্শ ভবন¸ নন্দন (১, ২ ও ৩), এবং রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ ১০টি ভেন্যুতে নিজেদের পছন্দের ছবি দেখতে পারবেন চলচ্চিত্র অনুরাগীরা। 


এই উৎসবে এ বার চাঁদের হাট। কে নেই?  সঙ্গীতের জগতের দুই মহারথী অরিজিৎ সি, ও কুমার শানু যেমন থাকছেন, তেমনই এসেছেন শাহরুখ খান, অমিতাভ, রানি মুখার্জী, মহেশ ভাট। বাংলার একঝাঁক তারকাদের পাশাপাশি রয়েছেন প্রসেনজিত সহ রাজ্যের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী ও কন্ঠশিল্পীরা। এবার অনুষ্ঠানের থালি গার্ল হচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হৃষিকেশ মুখোপাধ্যায়ের অসাধারণ ছবি 'অভিমান' দিয়েই শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের। এই ছবির দুই শিল্পী ছিলেন অমিতাভ ও জয়া ভাদুড়ী।
এদিন, মঞ্চে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা তার বক্তব্যে অমিতাভকে ন্যাশানাল আইকন বলে সম্বোধন করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad