প্রাণীসম্পদ বিকাশে রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেঃ তপন দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধিঃ ‘কৃষির পরেই আরেকটি ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করতে পেরেছেন, সেটি হলো প্রাণীসম্পদ পালন ও বিকাশ। এর ফলে উপকৃত হয়েছেন এবং আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যত দেখতে পেয়েছেন রাজ্যের শহরাঞ্চল থেকে গ্রামবাংলার প্রতিটি ব্লকের মানুষ।“
আজ ধনিয়াখালি বিধানসভার অন্তর্গত গুরাপে প্রাণীর সম্পদ বিকাশ ২০২২ জেলা স্তরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সভাপতি বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি বলেন, “প্রাণীসম্পদ পালনের ক্ষেত্রে মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমান পশুপালন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথও সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন তার কাজের মাধ্যমে।“ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ধনিয়াখালির বিধায়িকা অসীমা পাত্র, জেলা সভাধিপতি আলহাজ্ব মেহবুবুর রহমান, মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী, উপাধক্ষ্য নিশেষ ঘোষ সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও প্রাণীসম্পদ দপ্তরের আধিকারিকগণ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad