Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

কর্ণাটক: সরকারী স্কুলে ৯ বছরের ছাত্রকে পাতলা লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক

বামদিকে অভিযুক্ত শিক্ষক, ডানদিকে মৃত ছাত্র

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
একটি সরকার পরিচালিত স্কুলে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে পাতলা লোহার রড দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার তাকে প্রচন্ডভাবে প্রহার করা হয়। আজ আঘাতজনিত কারণে ওই শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে পুলিশ অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ অভিযুক্ত শিক্ষকের সন্ধান শুরু করেছে। 
 জানা গেছে, মৃত বালকের নাম ভরত বরাকেরি। সে গাদাগের নারগুন্দ শহরের কাছে হাদালি গ্রামের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নয় বছর বয়সী ছাত্র। অভিযুক্ত শিক্ষকের নাম মুত্তু হাদালি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নিখোঁজ হয়ে গিয়েছে এবং তাকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। ওই,অভিযুক্ত শিক্ষক ছেলেটির মা গীতা বরাকেরিকেও লাঞ্ছিত করেছিল। ভরত ক্লাসের মধ্যে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এটাই তার অপরাধ।


 ওই শিক্ষক কথা বলার সময় ভরতকে একটি পাতলা লোহার রড দিয়ে মারধর শুরু করে। ছেলেটি তখন তার মা গীতার কাছে ছুটে যায়। তিনি নিজেও স্কুলের একজন শিক্ষিকা। গীতা যখন তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, তখন অভিযুক্ত তাকেও আক্রমণ করে। গুরুতর আহত, রক্তাক্ত ছেলেটিকে হুবলির কেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিন ছিল শনিবার। সেখানে আজ সে তার আঘাতের কারণে মারা যায়।
 নারাগুন্ডা পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত শিক্ষকের সন্ধান শুরু করেছে। তবে, কী কারণে ওই শিক্ষকের ক্রোধ, তার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad