Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

ঢাকায় কুকুরের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বিশ্বজিৎ মন্ডল, ভয়েস ৯,ঢাকাঃ রাজধানীর মুগদা থানার মান্ডার প্রথম গলি এলাকায় কুকুরের কামড়ে আল-আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 
 ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরে কামড়ানো এক শিশুকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে কোনো অভিযোগ না থাকায় জিম্মানামা নিয়ে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে চিকিৎসক। নিহতের চাচা নবী হোসেন বলেন, আমাদের বাসার সামনে আমার ভাতিজা খেলার সময় কুকুর তার ঘাড়ে কামড় দিয়ে টানা-হেঁচড়া করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 তিনি আরও বলেন, আল-আমিনের বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক ও মা বাসা-বাড়িতে কাজ করেন। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায়।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad