আমেরিকার গোল্ডেন গেট ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে ১৬ বছর বয়সী ভারতীয়-আমেরিকান কিশোরের মৃত্যু

গত বছর সেতুটিতে ২৫ জন আত্মহত্যা করেছনে এবং সেতুটি চালু হওয়ার পর থেকে প্রায় ২,০০০ আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

  ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ ১৬ বছর বয়সী এক ভারতীয়-আমেরিকান বালক সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ থেকে লাফ দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তার বাবা-মা এবং মার্কিন কোস্টাল গার্ডের আধিকরা এ খবর জানিয়েছেন। ব্রিজের উপর থেকে পাওয়া গিয়েছে ছেলেটির সাইকেল, ফোন ও ব্যাগ। 
স্থানীয় সময় বিকেল ৪টে ৫৮ মিনিট নাগাদ সেতু থেকে কাউকে ঝাঁপ দিতে দেখে দু'ঘণ্টা তল্লাশি ও উদ্ধার অভিযান চালায় উপকূলরক্ষীরা। তারা আরও জানায় যে ছেলেটির বেঁচে থাকার সম্ভাবনা কম। সম্প্রদায়ের নেতা অজয় জৈন ভুটোরিয়া সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এটি চতুর্থ ঘটনা, যার মধ্যে একজন ভারতীয় আমেরিকান গোল্ডেন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এই বিখ্যাত সেতুটি ১৯৩৭ সালে চালু হয়েছিল। 
গোল্ডেন গেট ব্রিজে আত্মহত্যা বন্ধের লক্ষ্যে কাজ করা একটি সংস্থা ব্রিজ রেল ফাউন্ডেশন জানিয়েছে, গত বছর সেতুটিতে ২৫ জন আত্মহত্যা করেছনে এবং সেতুটি চালু হওয়ার পর থেকে প্রায় ২,০০০ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা রুখতে ১.৭ মাইল দীর্ঘ সেতুর দু'পাশে ২০ ফুট চওড়া লোহার জাল তৈরির কাজ করছে রাজ্য সরকার। 
২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে রয়েছে। এর নির্মাণ ব্যয়ও ১৩৭.২৬ মিলিয়ন ইউরো থেকে প্রায় ৩৮৬.৬৪ মিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad