Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

থাই নৌবাহিনীর জাহাজডুবি, আটকে পড়েছে ১০০ জনেরও বেশি নাবিক

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ প্রবল ঝড়ের দাপটে থাইল্যান্ড উপসাগরে থাই নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যায়। এর ফলে ওই জাহাজে ১০০ জনেরও বেশি নাবিক আটকা পড়েছে বলে আধিকারিকরা আজ জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ১০৬ জন ক্রুর মধ্যে ২৮ জন এখনও ডুবন্ত জাহাজে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন রয়েল থাই নৌবাহিনী। ওই ২৮ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। 
জানা গেছে, এইচটিএমএএস সুখোতাই  জাহাজটি সাপন জেলার উপকূল থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে জলপথে টহল দিচ্ছিল। আচমকাই রবিবার রাত সাড়ে ১১টার দিকে এটি ঝড়ের কবলে পড়ে। ক্রুরা জাহাজটির নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লড়াই করেছিল। কিন্রতু, সফল হয়নি। রয়্যাল থাই নৌবাহিনী জানিয়েছে যে নৌবাহিনীর তিনটি জাহাজ এবং হেলিকপ্টারকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছিল। তারা সুখোতাইতে থাকা ১০৬ জন নাবিকের মধ্যে ৭৮ জনকে উদ্ধার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত ক্রুদের সন্ধানের জন্য সারা রাত ধরে অনুসন্ধান জারি ছিল।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad