Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

পাকিস্তানে পুলিশ স্টেশন দখল করল সন্ত্রাসবাদীরা, মৃত ২ পুলিশ, ঘিরে রেখেছে মিলিটারী

ভয়েস ৯,ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরের একটি পুলিশ স্টেশন দখল করে একদল সন্ত্রাসবাদী। এই সময় সন্ত্রাসবাদীদের আক্রমণে দুই পুলিশকর্মী ও অন্যান্য কর্মীর মৃত্যু হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, রবিবার দুপুরে এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা। এদের আগেই গ্রেপ্তার করা হয়েছিল। যখন তাদের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তারা পুলিশের কাছ থেকে একটি একে-৪৭ ছিনিয়ে নেয় এবং গুলি চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সাথে কথা বলার সময় জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) বান্নু ড. ইকবাল বলেন, বাইরে থেকে কোনো হামলা হয়নি এবং একজন সন্ত্রাসী জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেয় এবং ভবনে মোতায়েন রক্ষীদের হত্যা করে। তারপরে তারা বিল্ডিংয়ে আটকে থাকা সমস্ত সন্দেহভাজনকে মুক্ত করে পুলিশ থানার দখল নেয় এরপর সেনাবাহিনী থানাটি ঘিরে রাখে। জানা গেছে, ওই সন্ত্রাসবাদীরা কয়েকজন পুলিশকর্মীকে পণবন্দী করেছে। তাদের সঙ্গে আলোচনা চলছে।।


খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সিটিডি কম্পাউন্ডের ভেতর থেকে তালেবান জঙ্গিরা যে ভিডিও প্রকাশ করেছে, তাতে তারা দাবি করেছে যে নয়জন পুলিশ সদস্য বন্দী অবস্থায় রয়েছে এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার পরিবর্তে তাদের আকাশপথে আফগানিস্তানে নিরাপদে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে। 
রবিবার সকালে দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার সীমান্তবর্তী লাক্কি মারওয়াতের একটি পুলিশ স্টেশনে জঙ্গিরা হামলা চালানোর কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটে, যার ফলে চারজন পুলিশ নিহত এবং আরও অনেকে আহত হয়।
ছবিঃ সৌজন্যঃ আই এ এন এস

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad