Hot Widget

Type Here to Get Search Results !

Advt 720

“রক্ত কারখানায় তৈরি হয় না, তাই রক্তদানের বিকল্প নেই”: স্বেচ্ছা রক্তদান শিবিরে বললেন বিধায়ক তপন দাশগুপ্ত

Top Post Ad

নিজস্ব প্রতিনিধিঃ মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ রক্তদান আর সেটা যদি কেউ টানা ২৬ বছর ধরে কেউ করে যেতে পারে সেটা মহৎ কাজ।“ আজ হুগলি চুঁচুড়া পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি বলেন, “রক্ত যেহেতু কোনো কারখানায় তৈরি হয়না, তাই রক্তদানের কোনো বিকল্প নেই। করোনার কারণে বিগত বছর ধরে রক্তের একটা সমস্যা ছিল।“
পুরানো স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় যখন বিরোধী দলে ছিলাম, তখন রক্তদান শিবির করতাম, কেননা, চুচুড়া ব্লাড ব্যাঙ্কে তখন রক্ত পাওয়া যেত না। এখন, সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা নিয়ম করে রক্ত দান করায় সব ধরণের গ্রুপের রক্ত এখন মজুত আছে।“ তপনবাবু বলেন, “আজ এই রাজ্য দিদির অনুপ্রেরণায় এগিয়ে চলছে দ্রুতগতিতে। মানুষের ভালো থাকার জন্য তিনি দিনরাত কাজ করছেন। তার কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষীভান্ডার মানুষের জীবনকে সহজ করেছে। উল্লেখ্য, তপনবাবু, প্রতি বছরের মতো এ বছরও গরীব মানুষদের শীত বস্ত্র প্রদানের একাধিক কর্মসূচী নিয়েছেন। তার কথায়, গ্রামের মানুষের পাশে তিনি সর্বক্ষণ আছেন, আছেন অন্যান্য বিধায়ক ও নেতারা।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়, প্রাক্তন পৌর প্রধান গৌরিকান্ত মুখার্জী, সহ সকল কাউন্সিলর গণ।

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies